স্বপন রেজা
স্বপন রেজা জন্ম ৩০শে নভেম্বর, ১৯৭৪, সিরাজগঞ্জ। পিতা- এস. এম আব্দুল হামিদ। মাতা-মােছাঃ রােকেয়া বেগম। পড়াশােনা হিসাব বিজ্ঞান (এম.কম), সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। পেশা-বেসরকারি । অর্গানাইজেশন। পড়াশােনাকালীন অবস্থায়ই ক্ষুদ্র জনগােষ্ঠীর জীবনযাপন ও কৃষ্টি-কালচারের প্রতি আমি ব্যাপক কৌতূহল। অনুভব করি। পরবর্তীতে এই সকল জনগােষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার চেষ্টা করি এবং তাদের জীবনযাপন, ধর্ম, গােত্র, ভাষা, শিক্ষা ও কৃষ্টি-কালচার নিয়ে কাজ করি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তাদেরকে আমি খুব কাছে পেয়েছি, খুঁজে পেয়েছি মানবিক বােধ, নির্মল ও শুদ্ধ পরিবেশ। যেখানে কৃত্রিম লৌকিকতার স্থান নেই। সেখানে গ্রোথিত রয়েছে আন্তরিকতা, ভালােবাসা ও সহমর্মিতাবােধ।