Skip to Content
Filters

author.name

হাফেজ ড. মোহা: আব্দুল করিম

হাফেজ ড. মোহা: আব্দুল করিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফেজ ড. মােহাঃ আব্দুল করিম গভীর জীবনবােধ ও মুক্ত চিন্তার একজন নিষ্ঠাবান গবেষক। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কবি ফররুখ আহমদের উপর গবেষণাকর্মের জন্য পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। “ফখ আহমেদ : তার জীবন ও সাহিত্যে ইসলামী ঐতিহ্যের প্রতিফলন” শীর্ষক গবেষণা কর্মের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় তাঁকে পি.এইচ.ডি ডিগ্রি প্রদান করেন। তিনি কুরআন শিক্ষা ও প্রচারের জন্য কুষ্টিতে তালিমূল কুরআন একাডেমি প্রতিষ্ঠা করেন। হাফেজ ড. মােহাঃ আব্দুল করিম ১৯৭০ সালে সাতক্ষীরা জেলার শিমুলবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মােঃ ছােবহান বৈদ্য, মাতার নাম মােছাঃ সখিনা খাতুন। তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড হতে ১৯৯১ সনে কামিল (হাদিস) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ (১৯৯১) স্নাতকোত্তর (১৯৯২) ডিগ্রি লাভ করেন।এর পরে ১৯৯৪ সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ২০১২ সালে ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল-কুরআন বিভাগ থেকে মাষ্টার্সে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। হাফেজ ড. মােহাঃ আব্দুল করিম বর্তমানে কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদরাসায় অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি সামাজিক জীবনবােধ ও ইসলামী চিন্তা-চেতনায় সমৃদ্ধ বিষয়ে বিশেষ অবদান রেখে চলেছেন।