হাবিব আর রহমান
হাবিব আর রহমান জন্ম যশাের জেলার চৌগাছা থানার জগদীশপুর গ্রামে, ১৯৫৪ সালে। উচ্চশিক্ষা দৌলতপুর সরকারি বি.এল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পিএইচ.ডি উপাধি পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন কাটে সরকারি বি.এল কলেজ ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। হাবিব আর রহমান মুখ্যত গবেষক-লেখক। তিনি লেখেন কম। তাতে একদিকে যেমন থাকে তথ্যের প্রাচুর্য, তেমনি অন্যদিকে সমাজতাত্ত্বিক যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা-বিশ্লেষণ। মৌলিক গবেষণাসহ সম্পাদনা করেছেন একাধিক গুরুত্বপূর্ণ বই। তার উল্লেখযােগ্য কয়েকটি বই : মােতাহের হােসেন চৌধুরীর জীবনভাবনা, বাংলা একাডেমি, ১৯৯২ মােহাম্মদ ওয়াজেদ আলীর চিন্তাধারা, বাংলা একাডেমি, ২০০৩ বাঙালি মুসলমানের সামাজিক ইতিহাস : কতিপয় প্রসঙ্গ, ধ্রুবপদ, ২০১৭। বাঙালি মুসলমান সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলন, মিত্রম (কলকাতা), ২০০৯ বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীলতা ও রক্ষণশীলতার দ্বন্দ্ব, কথাপ্রকাশ, ২০১২ ও প্রগতিশীল প্রকাশক (কলকাতা), ২০১৪। নির্বাচিত রচনা : কাজী আবদুল ওদুদ (সম্পাদনা ১ ও ২), করুণা প্রকাশনী (কলকাতা), ২০১৭ ও ২০২০