হাবিবা সরকার হিলা
হাবিবা সরকার হিলা জন্ম, বেড়ে ওঠা, সংসার সবই মুন্সিগঞ্জে। ধলেশ্বরীর তীর ঘেষে বড়াে হওয়া তরুণী। লেখিকা ছােটোবেলা থেকেই সাহিত্যপ্রেমী এবং দেশ। বিদেশের বিভিন্ন লেখকের লেখা পড়েই বড়াে হয়েছেন। সামাজিক থেকে অতিপ্রাকৃতিক কিংবা থ্রিলার থেকে । রােমান্টিক সব রকম লেখারই ভক্ত তিনি। সর্বভুক এই। পাঠক অনলাইনে লেখালিখি শুরু করেছিলেন কিছুটা শখের বসে আর কিছুটা নিজের চারপাশে দেখা হাজারাে গল্পগুলাে বলার ইচ্ছা থেকে। দীর্ঘদিন সােশ্যাল মিডিয়ায় লেখালিখি । করার পরে ছাপার অক্ষরের জগতে তার পদার্পণ। এর আগে একটি সংকলনে গল্প প্রকাশিত হলেও এটিই তার । প্রথম একক বই ও প্রথম উপন্যাস। যাত্র। এই বই দিয়ে শুর। হলেও যাত্রাপথটা যেন সুদীর্ঘ হয় ও পাঠকদের ভালােবাসায়। ভরে হাঁকে এই কামনা রইলাে লেখিকার প্রতি।