Skip to Content
Filters

author.name

হায়দার জাহান চৌধুরী

হায়দার জাহান চৌধুরী যুদ্ধের আগেই নেত্রকোণায় জয়বাংলা বাহিনী গঠন এবং। পুলিশ অস্ত্রাগার লুণ্ঠন করে যুবকদের নিয়ে প্রবেশ। করেন ভারতে। তিনি তখন নেত্রকোণা মহকুমা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জনাব আব্দুর রাজ্জাক এর নির্দেশে যুক্ত হন বাংলাদেশ লিভারেশন ফোর্স। (বিএলএফ)-এ। ভারতের দেরাদুন ক্যান্টনমেন্ট থেকে। বিশেষ গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে নেত্রকোনা সহ বৃহত্তর ময়মনিসংহ অঞ্চলে মুক্তিযােদ্ধে অংশ গ্রহণ ।। ১৯৮৪ থেকে ২০০৮ পর্যন্ত নেত্রকোনা জেলা। মুক্তিযােদ্ধা কমান্ড কাউন্সিলের দায়িত্ব পালন। বর্তমানে। জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ। সাংবাদিক সমিতি নেত্রকোণা ইউনিটের সভাপতি।। পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, সু-সাহিত্যিক খালেক দাদ। চৌধুরীর হাত ধরে শিশু কিশাের সংগঠন কচি-কাঁচার। মেলার সদস্য হায়দার জাহান চৌধুরী পরবর্তীতে ছাত্র। রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬২'র শিক্ষা। আন্দোলন ও ১৯৬৬'র ছয় দফা আন্দোলন, ১৯৬৯'র। অভ্যত্থানের মাধ্যমে পাকিস্তানী স্বৈরশাসকের বিরুদ্ধে। প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ। ১৯৭৫-এর ১৫। আগস্ট এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার। কৃতি। ফুটবলার হায়দার জাহান চৌধুরীর জন্ম : ৭ আগষ্ট ১৯৪৮, নেত্রকোণা।