হারুন রশীদ
হারুন রশীদ (পুরাে নাম : এস. এম. হারুন-অর-রশীদ)। নাট্যকার, অভিনেতা ও লেখক। তাঁর লেখা উল্লেখযােগ্য মঞ্চ নাটক : সখিপুর পালা, স্বপ্নপথিক, জট, জলদাস, হেফাজত, পঞ্চনারী আখ্যান, যা ছিল অন্ধকারে, ইত্যাদি। জনাব হারুন পথনাটক লিখেছেন বেশ কিছু। লিখেছেন। বহু টেলিভিশন নাটক। একইভাবে অভিনয় করেছেন মঞ্চনাটক-সহ অসংখ্য টিভি নাটকে। তাঁর লেখা উল্লেখযােগ্য সাহিত্যকর্ম : যুদ্ধে যাবই, ১৪ই আগস্টের বাগানপার্টি, শােকের শহরে, শেষ বিকেলের রােদ (উপন্যাস) এবং গল্পগ্রন্থ- পুতুলের ঘর। বাংলাদেশের শীর্ষস্থানীয় নাট্য সংগঠন আরণ্যক নাট্যদলের সদস্য হারুন রশীদ সিরাজগঞ্জের নবনাট্য আন্দোলনের নেতৃত্বদানকারী নাট্য সংগঠন তরুণ সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় পর্যায়ের আবৃত্তি সংগঠন ‘স্বরশ্রুতি’র প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। তাঁর পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি কাজ করেছেন বাংলাদেশ অবজারভার-এ। যুক্ত ছিলেন। চিত্রালি, তারকালােক, কিশাের তারকালােক, স্ক্রিনলাইফ-সহ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীর সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। নাট্যকার হিসেবে পেয়েছেন টেনাশিনাস পদক। কাহিনিকার এবং সংলাপ রচয়িতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হারুন রশীদ পেশাগত জীবনে বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। জন্ম ২০শে জানুয়ারি ১৯৬২, সিরাজগঞ্জে। স্থায়ী ঠিকানা : গ্রাম- বাটিকাবাড়ি, ইউনিয়ন চৌকিবাড়ি, উপজেলা- ধুনট, জেলা-বগুড়া। বাবা- এস.এম. শাহজাহান এবং মা- বীণা খানম। লেখাপড়া করেছেন ভাঙ্গা পাইলট হাই স্কুল, ফরিদপুর, সিরাজগঞ্জের বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে।।