Skip to Content
Filters

author.name

হাসান মাহবুব

হাসান মাহবুব বাবার চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈশবের বেশিরভাগ সময় কেটেছে। ক্লাস নাইনে ওঠার পর ঢাকায় চাচার বাসায় চলে আসেন লেখাপড়ার জন্য। সেখান থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নিয়তির এক খেয়ালি সিদ্ধান্তে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। প্রকৌশলী হওয়ার মোহ ভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি। মাস ছয়েকের মাথায় তিনি আবিষ্কার করেন, এই জায়গায় তিনি মানানসই নন। কৈশোর থেকে পুষে রাখা সৃজনীচর্চা: গান, গল্প, লিরিক আর সুরের ভুবন থেকে কাঠখোট্টা সমীকরণ এবং সূত্রের জগতে নিজেকে অপাত্তক্তের মনে করে দীর্ঘ হতাশায় নিমি হন। পড়ালেখা শেষ করে ঢাকায় আসার পর কিছু সময় ব্যয় করেছেন পত্র পত্রিকায় ফ্রিল্যাপ উকাজ করে। কিন্তু ঠিক যেন নিজেকে প্রকাশ করতে পারছিলেন না। অবশেষে সামহোয়্যার ইন ব্লগে পেয়ে যান মহা আরাধ্য সেই প্লাটফর্ম ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সেখানেই ব্লগিং করে চলেছেন। মূলত ছোটগল্প নিয়েই কাজ করেছেন প্রথমদিকে। এখন উপন্যাসও লিখছেন। প্রকাশিত বই- প্রবেশাধিকার সংরক্ষিত, বেড়ালতমা, এসিড বৃদ্ধের গান, মনুথের মেলানকোলিয়া, নরকের রাজপুত্র, জবাইঘর, মায়াফুলের বন, মেলোডি তোমার নাম, ছহি রকেট সায়েন্স শিক্ষা, আনন্দভ্রম এবং বাংলাদেশী ডিম (যগ্রন্থ)। প্রিজনার্স অফ জিওগ্রাফি তার অনূদিত প্রথম গ্রন্থ।