হাসান মোরশেদ
হাসান মোরশেদ জন্ম ৩ মার্চ ১৯৭৬। সুনামগঞ্জ । বেড়ে উঠা ও স্থায়ী আবাস সিলেট শহর। শিক্ষা ও কর্মসূত্রে অবস্থান করেছেন ভারত ও যুক্তরাজ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে “জেনোসাইড স্টাডিজ”- এ সর্বশেষ একাডেমিক পড়াশুনা। “দাসপার্টির খোঁজে- মুক্তিযুদ্ধের মৌলিক উপাখ্যান”- তাঁর পাঠকপ্রিয় গ্রন্থ। “বঙ্গবন্ধুর স্বদেশ নির্মাণ” প্রশংসিত হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে। “জেনোসাইড ‘৭১: তত্ত্ব, তর্ক, তথ্য”- জেনোসাইড বিষয়ে বাংলা ভাষায় লিখিত প্রথম তাত্ত্বিক গ্রন্থ। “নারী সাক্ষ্যে জেনোসাইড”- জেনোসাইড সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। জেনোসাইড ‘৭১ এর ডিজিটাল আর্কাইভ “www.1971archive.org”- এর প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক