হাসান হাফিজ
হাসান হাফিজ কবি, সাংবাদিক, শিশু সাহিত্যিক হাসান হাফিজের জন্ম ১৫ অক্টোবর ১৯৫৫। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে। শিক্ষা: বি.এ. (অনার্স), এম.এ . (ডাবল), ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা: সাংবাদিকতা। ৪০ বছর ধরে যুক্ত এই পেশায়। কাজ করেছেন দৈনিক বাংলা, কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ-এ। বর্তমানে পাক্ষিক অনন্যায় কর্মরত। প্রকাশিত গ্রন্থ: মৌলিক ও সম্পাদিত মিলিয়ে এ পর্যন্ত ১৫৪টি। কলকাতা থেকে বেরিয়েছে একটি কাব্যগ্রন্থ । প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা: শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, স্বপ্নকুঁড়ি সম্মাননা পদক, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, টোনাটুনি পদক, কবিতালাপ পুরস্কার ইত্যাদি। হাসান হাফিজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম নির্বাহী কমিটির সদস্য। সাহিত্য ও সাংবাদিকতা সূত্রে ভ্রমণ করেছেন বিশ্বের ১৫ দেশ। তার স্ত্রী শাহীন আখতারের পেশা শিক্ষকতা। একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বিশেষজ্ঞ চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে উচ্চ প্রশিক্ষণ নিচ্ছেন।