Skip to Content
Filters

author.name

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত জন্ম ১৭ মে ১৯৭৩, কলকাতাতে। ইতিহাসে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। শিশু- কিশোরদের জন্য প্রকাশিত প্রায় সবকটি প্রতিষ্ঠিত পত্রিকারই বর্তমানে অগ্রগণ্য লেখক। তার মধ্যে 'শুকতারা' অন্যতম। লেখকের রহস্য ও অ্যাডভেঞ্চার কাহিনিগুলি ছোটবড় সব পাঠক-পাঠিকার কাছে বিশেষভাবে জনপ্রিয়। দেব সাহিত্য কুটীর থেকে গ্রন্থাকারে প্রকাশিত তাঁর রহস্য কাহিনিগুলি নিয়মিত সম্প্রচার করে সানডে সাসপেন্স সহ বিভিন্ন জনপ্রিয় রেডিয়ো চ্যানেল। শিশু-কিশোর সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কারে সম্মানিত করেছেন। 'ফ্রেন্ডস অব দি রোটারি সহ আরও অনেক বেসরকারি পুরস্কার পেয়েছেন তিনি। প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশটি। শিশু-কিশোরদের জন্য দেব সাহিত্য কুটার থেকে পঞ্চম বই এটি। পেশাতে ছোটদের ও বড়দের জন্য সর্বক্ষণের লেখক।