হুরিয়া পারভীন
ডা. কে এম হুরিয়া পারভীন ডা. কে এম হুরিয়া পারভীন। জন্ম : ৩১ শে আগষ্ট, ঢাকা । গ্রাম : মাধবহাটী, নড়াইল । ছােট বেলা থেকেই পারিবারিক মুক্ত সাংস্কৃতিক আবহ তার মানসগঠনে প্রভাব ফেলেছে। স্কুল কলেজে আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, গান এসবের সাথে জড়িত। খুব ছােট বেলা থেকেই তার কবিতা লেখার অভ্যাস। ইতিমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা বিভিন্ন কবিতা প্রকাশিত হয়েছে। শিশু একাডেমী থেকে শিশু স্বরচিত আবৃত্তি প্রতিযােগিতায় পুরস্কৃত হন। এছাড়াও তিনি জয়নুল বৃত্তি প্রতিযােগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন। লেখালেখির পাশাপাশি তিনি ছােটবেলায় কচি কাঁচার মেলা ও পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি.এন.সি.সি) তে ল্যান্স কর্পোরাল হিসাবে নিয়ােজিত ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি এম.বি.বি.এস, পাশ করেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট মেডিকেল কলেজে প্রভাষক হিসাবে কর্মরত