Skip to Content
Filters

author.name

হোসেন ইকবাল

হোসেন ইকবাল জন্ম ১৯৮৪ সালের ২৮ ডিসেম্বর জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। বাবা নাসির উদ্দিন মণ্ডল ও মা মাবিয়া বিবি। তিন ভাই বােনের মধ্যে তিনি মেঝ সন্তান। পুনট উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি ও কালাই ডিগ্রী কলেজ থেকে ২০০৩ সালে এইচএসসি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে মনােবিজ্ঞান বিভাগে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে এশিয়ার নােবেল নামে খ্যাত আন্তর্জাতিক ম্যাগসাসাই পুরস্কারপ্রাপ্ত বহুমুখী ব্যক্তিত্ব, আলােকিত মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের আলােকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের দিনাজপুর ইউনিটে লাইব্রেরি কর্মকর্তা হিসেবে কর্মরত! তিনি ‘স্বরলিপি' নামে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক। স্কুল জীবন থেকেই মূলত বইপড়া নেশার ফলস্বরূপ স্কুল জীবনে প্রথমে কবিতা লেখা দিয়ে শুরু হলেও লেখালেখির ঝোঁক বেশি উপন্যাসে। গােয়েন্দা কাহিনীতেও সমান পারদর্শী। তিনি। গল্প, উপন্যাস, কবিতা লেখার পাশাপাশি শিশুদের জন্যও লিখছেন। তাঁর প্রতিষ্ঠিত ত্রৈমাসিক ‘স্বরলিপি’ সাহিত্য পত্রিকা ছাড়াও বিভিন্ন পত্রিকায় কবিতা, গল্প নিয়মিত প্রকশিত হয়ে আসছে