Skip to Content
Filters

author.name

গোলাম রাব্বী

যদি এমন মনে হয়, তখনই! যখনই মনে হবে, কী যে করি’ বা ‘আমি তাে কিছুই ...!” “আমি কী করব...! কীভাবে শুরু করব বুঝতেছি ...!’ ‘আমার এখন কী করার আছে বা যদি মনে হয়, “আমার সময় বুঝি শেষ। তখনই শুরু হয়ে যাক— এ বইয়ের যেকোনাে এক পাতা পড়া। পড়তে গিয়ে সময় যখন যাচ্ছেই, সুতরাং আগ্রহ নিয়ে বইটা পড়াই ভালাে বৈকি। বইটি পড়তে পড়তে ভাবতে হবে- অসুখ হওয়ার পর যেন সে রােগের প্রেসক্রাইবড ওষুধ খাচ্ছি। এই বিশ্বাস রাখা যে বইয়ের কোনাে এক পাতা বা অংশ পড়লেই আসছে সমাধান...। দেখা যাবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর...' এর মতাে সবার সব হতাশা বা ঝামেলা চুকে গেছে।

Books by the Author