Skip to Content
Filters

author.name

অধ্যাপক মো. আব্দুস সালাম

অধ্যাপক মো. আব্দুস সালাম বাংলাদেশের একজন বিশিষ্ট ইউরোলজিস্ট ও ইউরো-অনকোলজিস্ট। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইউরো-অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা-অধ্যাপক। তাঁর জন্ম পাবনায়, ১৯৫১ সালে। ১৯৮১ সালে এফসিপিএস ডিগ্রি অর্জনের পর সাধারণ শল্যচিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে যোগ দেন। পরে লন্ডনের ইনস্টিটিউট অফ ইউরোলজিতে ডব্লিউএইচও ফেলোশিপ সম্পন্ন করেন। দেশে ফিরে ১৯৯২ সাল থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও উন্নত ইউরোলজিক্যাল চিকিৎসা প্রদান করেন। তিনি ইউরোলজি ও ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা-সভাপতি এবং সিইও। তাঁর গবেষণার মূল ক্ষেত্র জেনিটো-ইউরিনারি ক্যান্সার, বিশেষত অ্যাড্রিনাল ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, টেস্টিস ক্যান্সার ও পেনাইল ক্যান্সার। ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে তিনি দীর্ঘ ৩১ বছর যাবৎ চিকিৎসা ও গবেষণাতে নিয়োজিত। তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্য এবং একাধিক বৈজ্ঞানিক সাময়িকীর সম্পাদকমণ্ডলীর সদস্য। তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে রয়েছে Principles & Practice of Urology ও History of Medical Sciences। অসংখ্য আন্তর্জাতিক জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে ইউরো-অনকোলজি বিষয়ে গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করে থাকেন। যোগাযোগ: [email protected] www.urologyfoundation.com.bd