Skip to Content
Filters

author.name

আসাদুজ্জামান

আসাদুজ্জামান ১৯৮৭ সালের ০৪ জুন শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। লেখকের জীবনে তাঁর পিতা মো. মজিবুর রহমান ও মাতা মোছা. আফিয়া খাতুন দুজনেই অনুপ্রেরণার অন্যতম উৎস। পেশায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি শিক্ষা ছুটি নিয়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা কাজে নিয়োজিত আছেন। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যন্ত-সবখানেই আসাদুজ্জামান কৃতিত্বের সাথে শিক্ষাজীবনে উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে তিনি এসএসসি ও এইচএসসি পাশ করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তিনি সুনামের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে দর্শন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দেশি ও আন্তর্জাতিক মানের স্বীকৃত একাডেমিক ও গবেষণা সাময়িকীতে লেখকের বেশকিছু প্রবন্ধ স্থান পেয়েছে। লেখকের অ্যাকাডেমিক আগ্রহের ক্ষেত্র হলো রাজনৈতিক দর্শন, নৈতিক দর্শন ও পাবলিক পলিসি। এছাড়া লেখক সক্রেটিসের দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। কলেজ শিক্ষিকা স্ত্রী সুমা খাতুন, ছেলে আফনান ও মেয়ে আরিশা জান্নাত ইনায়াকে নিয়ে আসাদুজ্জামানের শান্তিপূর্ণ ছোট সংসার।