Skip to Content
Filters

author.name

জার্ট্রুড হার্টম্যান

জার্ট্রড হার্টম্যান একজন শিক্ষক ও লেখক। তার জীবনকাল ১৮৭৬ হতে ১৯৫৫ সাল পর্যন্ত। তিনি ফিলাডেলফিয়ায় জন্মগ্রন করেন এবং সেখানকার Bryn Mawr College এ তার শিক্ষাজীবন অতিবাহিত করেন। জার্টুড হার্টম্যান The Making of a Democrac ও Builders Of The Old World. Medieval Days and Ways নামক গ্রন্থদ্বয়ের প্রনেতা।