Abdul Halim Khan
আবদুল হালিম খান ১৯৫৫ সালের ১লা জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স)সহ এমকম ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন কলেজে শিক্ষকতা করে ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর তিনি ইডেন মহিলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার লিখিত পাঠ্য পুস্তকের সংখ্যা ২৪টি। এ ছাড়া গবেষণা, জীবনী, ভ্রমণ এবং ধর্মীয় বিষয়ে তার লিখিত বইয়ের সংখ্যা ১৫টি। সার্কভুক্ত দেশে পরিবেশবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি সফলভাবে গবেষণা সম্পন্ন করেছেন। তিনি লন্ডনস্থ প্যানােস ইনস্টিটিউটের একজন ফেলাে। ২০০১ সালে জাতীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে তিনি স্বর্ণপদক পেয়েছেন। স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় তার লিখিত অনেক লেখা প্রকাশিত হয়েছে।