Skip to Content
Filters

author.name

Afsan Chowdhury

আফসান চৌধুরী চার দশকের অধিক সময় ধরে একাত্তরের ইতিহাস নিয়ে কাজ করছেন। তিনি হাসান। হাফিজুর রহমানের অধীনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের। ' দলিলপত্র' প্রকল্পের একজন গবেষক ছিলেন। স্বাধীনতাযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত চার খণ্ডের। ‘বাংলাদেশ একাত্তর' (২০০৭) বইগুলাের সম্পাদক ও ' সহ-রচয়িতা ছিলেন।। তিনি ১৯৭১ সালের সাক্ষাঙ্কার সংগ্রহ' (২০১৮) এবং গ্রামের জনগােষ্ঠীর একাত্তরের অভিজ্ঞতার ওপর গ্রামের একাত্তর’ (২০১৯) বই দুইটি সম্পাদনা করেন। ২০২০ সালে তিনি হিন্দু জনগােষ্ঠীর একাত্তর' এবং ১৯৭১ গণনির্যাতন-গণহত্যা কাঠামাে, বিবরণ ও পরিসর গ্রন্থ। ১৯৭১ নিয়ে আফসান চৌধুরী বিবিসির জন্য ৫টি রেডিও ডকুমেন্টারি এবং তাহাদের যুদ্ধ’ (২০০১) ও গ্রামের মুক্তিযােদ্ধা’ (২০১৯) নামে দুইটি ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করেছেন। ২০২০ সালে তিনি একাত্তরের নারীযােদ্ধা’সহ তিনটি ডকুমেন্টারি নির্মাণ করেছেন। একই বছরে তার লেখা ‘বাংলাদেশ ও শেখ মুজিব (১৯৩৭-১৯৭১)' গ্রন্থটি প্রকাশ পায়। ২০২১ সালে প্রকাশের জন্য তিনি ‘মুজিবনগর : কাঠামাে, কার্যবিবরণ ও অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে ‘একাত্তরপিডিয়া এবং নারীর একাত্তর' গ্রন্থ তিনটি। ' সম্পাদনা করছেন। সাংবাদিকতা ও গবেষণার পাশাপাশি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।