Ali Riaz
আলী রীয়াজ একজন বাংলাদেশী আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী ও লেখক। তিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে ২০০২ সালে যোগ দিয়েছিলেন তার বেশিরভাগ কাজ ধর্ম এবং রাজনীতির সাথে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং রাজনৈতিক ইসলাম সম্পর্কিত তিনি দক্ষিণ এশিয়ার বাংলাদেশী রাজনীতি এবং মাদ্রাসাগুলি নিয়ে ব্যাপক লেখালেখি করেছেন। তিনি এশিয়া বিষয়ক মিডওয়াইস্টার কনফারেন্সের দ্বি-বার্ষিক জার্নাল (২০১০-২০১৫) এ স্টাডিজ অন এশিয়ার সম্পাদক ছিলেন। তিনি ২০১৩ সালের ওয়াশিংটন ডিসিতে উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারদের পাবলিক পলিসি শিক্ষক ছিলেন। ইংরেজিতে এক ডজনেরও বেশি বইয়ের পাশাপাশি তিনি বাংলা ভাষায় দশটি বই রচনা করেছেন। ২০১০ সাল থেকে রিয়াজ প্রতি মাসে শীর্ষস্থানীয় বাংলাদেশি দৈনিক পত্রিকা প্রথম আলো, দ্যা ডেইলি স্টার -এ বাংলা ও ইংরেজিতে দুটি ভাষায় এবং শীর্ষস্থানীয় বাংলাদেশী সংবাদ মাসিক ফোরামে প্রায়শই লেখেন । বিবিসি বাংলা , আল-জাজিরা , [ভিওএ] বাংলা পরিষেবা, ডিউচে ভেলে রেডিও , জুরিখের আন্তর্জাতিক সম্পর্ক ও সুরক্ষা নেটওয়ার্ক (আইএসএন) এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রায়শই সাক্ষাত্কার দেওয়া হয় । তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যেমন: সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিল (এসএসআরসি), উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর (যুক্তরাজ্যের ডিএফআইডি) পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইউএসএআইডি, ফিনিশ পররাষ্ট্র মন্ত্রী এবং বার্টেলসম্যান ফাউন্ডেশন (জার্মানি)। রিয়াজ বিশেষজ্ঞ সাক্ষ্য দেওয়ার জন্য কংগ্রেস কমিশনের সামনে হাজির হন। ২০ শে নভেম্বর ২০১৩-তে, রিয়াজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় হাউস সাবকমিটির সামনে জানুয়ারী ২০১৪-তে নির্ধারিত বাংলাদেশ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক গোলযোগের বিষয়ে সাক্ষ্য দিয়েছে। তিনি ২৯ এপ্রিল ২০১৫ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের হাউস সাবকমিটির সামনে আবারও সাক্ষ্য দিয়েছেন।