Skip to Content
Filters

author.name

Bishwajit Chowdhury

বিশ্বজিৎ চৌধুরী জন্ম ১৯৬০। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। ১৯৮২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই কিশাের গল্পগ্রন্থ লিন্ডা জনসনের রাজহাঁস। নার্গিস উপন্যাসটি তাঁকে পাঠকমহলে ব্যাপক পরিচিতি এনে। দেয়। বাসন্তী, তােমার পুরুষ কোথায়; হে চন্দনা পাখি; দূর-সম্পর্ক; ফুটো এবং কবি ও রহস্যময়ী তাঁর বহুল সমাদৃত উপন্যাস। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু-কিশাের সাহিত্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা প্রায় ত্রিশ। চট্টগ্রাম সিটি করপােরেশন সাহিত্য পুরস্কার, প্রেসক্লাব সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ শহীদুল্লাহ পদকসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা পেয়েছেন তিনি।