Skip to Content
Filters

author.name

Dr. Mirza Golam Sarwar PPM

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম ড, মির্জা গােলাম সারােয়ার, পিপিএম। ১৯৫৬ সালের ০২ এপ্রিল দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি । ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর এবং আটলান্টিক ন্যাশনাল। ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, আমেরিকা থেকে। ‘অপরাধ ও অপরাধীদের বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ পুলিশে সরাসরি ক্যাডেট এসআই পদে নিয়ােগ পেয়ে ১৯৮৪ সালে মাত্র ৪ বছরে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান। চাকুরিতে সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য তিনি ১৯৯২ সালে রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপ্ত হন। ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি র্যাব-৫ রাজশাহীতে কোম্পানি কমান্ডার হিসেবে যােগদান করেন। ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে। জাতিসংঘ পদক প্রাপ্ত হন।

Books by the Author

132.00 ৳ 165.00 ৳ 132.0 BDT
140.00 ৳ 175.00 ৳ 140.0 BDT
96.00 ৳ 120.00 ৳ 96.0 BDT