Skip to Content
Filters

author.name

Dr. Mustafizur Rahman

ড. মুস্তাফিজুর রহমান (২৩ অক্টোবর) তারিখে মেহেরপুর সদর থানার অন্তর্গত আমঝুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও ফুটবলার লুঙ্কর রহমানের এবং বেগম মাজেদা রহমানের একমাত্র পুত্র। তাঁর স্ত্রী বিশিষ্ট নজরুল-গবেষক ও কণ্ঠসঙ্গীতশিল্পী ড. মাফরুহা হােসেন সেঁজুতি। তাদের একমাত্র কন্যার নাম শ্রুতি রহমান। শিক্ষা : ড. মুস্তাফিজুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যের একনিষ্ঠ গবেষক ও অনুপম নাট্যতাত্ত্বিক। ১৯৯৩ ও ১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের বত্তিপ্রাপ্ত গবেষক রূপে পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক-বিভাগ থেকে বি.এ অনার্স ও এম.এ. ডিগ্রি লাভ করেন এবং ২০০৪ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা-বিভাগ থেকে পিএইচ.ডি.-ডিগ্রি অর্জন করেন। জীবন-সদস্য : বাংলা একাডেমি (১৮৪১), এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ (১৯৩৪), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটি (ঢাকা সিটি ইউনিট) এবং সদস্য, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ (কেন্দ্রীয় কমিটি)। পুরস্কার : নজরুলসঙ্গীত-শিল্পী-পরিষদের আয়ােজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযােগিতায় নজরুল-সম্মাননা-২০১৪ (২৭ মে ২০১৪); সাহিত্য-গবেষণায় বিশেষ অবদানের জন্য অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১২ লাভ করেন; বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আলােকপরিকল্পনা, পােশাকপরিকল্পনা, মঞ্চপরিকল্পনা (যুগ্ম)-এর শ্রেষ্ঠ পুরস্কারও (১৯৯৯) অর্জন করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর তারিখে তিনি চিলড্রেন থিয়েটার হােমস্ (কিশাের নাট্যদল) প্রতিষ্ঠা করেন। এ-দলটিও সবুজদ্বীপের সাতপাখি নাটক-প্রযােজনার শ্রেষ্ঠ পুরস্কার (১৯৯৯) লাভ করে। এ-পর্যন্ত তাঁর নয়টি গবেষণাগ্রন্থসহ সর্বমােট চব্বিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।