Dr. Protiva Rani Karmaker
ড. প্রতিভা রানী কর্মকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রথম প্রাতিষ্ঠানিক পরিচালক ও ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক। সক্রিয় রয়েছেন লেখালেখির সাথে। সমসাময়িক শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও জীবন ভাবনা নিয়ে লিখে চলেছেন দীর্ঘদিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স, মাস্টার্স, এমফিল এবং লন্ডনের সিটি অ্যান্ড গিল্ডস থেকে ইংরেজি ভাষা শিক্ষাদান পদ্ধতির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ভারতের মনিপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও শিক্ষাদান পদ্ধতির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার সঙ্গে তাঁর আত্মার বন্ধন। তিনি তাঁর ৩৮ বছর বয়সের মধ্যে গত ১৩ বছর শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন। পিতা-মৃত গৌর চন্দ্র কর্মকার, মাতা-গীতা রানী কর্মকার। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। স্বামী ড. পলাশ চন্দ্র কর্মকার। দুই সন্তান-প্রাঞ্জল ও পরম।