Dr. Zillur Rahman Khan
ড. জিল্লুর রহমান খান ইউসকনসিন বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স এসােসিয়েশনের, আর.সি-৩৭ এর চেয়ারম্যান, বাংলাদেশ ফাউন্ডেশন, ইউএসএ'র প্রেসিডেন্ট। অধ্যাপনা ও গবেষণা কর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন। অসংখ্য পুরস্কার। এর মধ্যে উইলার্ড স্মিথ ডিসটিংগুইশড টিচিং এ্যাওয়ার্ড, রােজবুশ প্রফেসরশীপ এ্যাওয়ার্ড এবং আমেরিকান পলিটিক্যাল সায়েন্স এসােসিয়েশন কর্তৃক দু’বার, এক্সিলেন্স ইন টিচিং এন্ড রিসার্চ শীর্ষক স্বীকৃতি অন্যতম। রাজনীতি বিজ্ঞান, বিশেষত দক্ষিণ এশীয় রাজনৈতিক প্রেক্ষিতে অবদানের জন্য ১৯৮৮ সালে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক কমিটির, শততম শুনানীতে বাংলাদেশ ও আফগানিস্থানের গণতন্ত্রায়ন বিষয়ে সাক্ষ্য দেয়ার আমন্ত্রণ পান। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। প্রকাশনাসমূহ হচ্ছে লিডারশীপ ইন দি লিষ্ট ডেভেলপড নেশন : বাংলাদেশ (১৯৮৩), মার্শাল ল টু মার্শাল ল: লিডারশীপ ক্রাইসিস ইন বাংলাদেশ (১৯৮৪), সার্ক এন্ড দি সুপার-পাওয়ারস (১৯৯১) এবং দি থার্ড ওয়ার্ল্ড ক্যারিশম্যাট : শেখ মুজিব এন্ড স্ট্রাগল ফর ফ্রিডম (১৯৯৬)। ড. খান যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উপর অনুষ্ঠিত সম্মেলনে উত্থাপিত প্রবন্ধসমূহের নির্বাচিত সংকলন ডেমােক্রেসি ইন বাংলাদেশ (২০১০) এবং রিজিওনাল কো-অপারেশন এন্ড গ্লোবালাইজেশন (২০১২) শিরােনামে আরেকটি সংকলন সম্পাদনা করেন। ড. খানের দি থার্ড ওয়ার্ল্ড ক্যারিশম্যাট : শেখ মুজিব এন্ড স্ট্রাগল ফর ফ্রিডম গ্রন্থের পরিবর্তিত, পরিবর্ধিত বাংলা সংস্করণ বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মােহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম (২০১৪) গ্রন্থটি মাওলা ব্রাদার্স কর্তৃক প্রকাশিত।