Skip to Content
Filters

author.name

Gazi Nasiful Hassan

গাজী নাসিফুল হাসান পড়াশোনা করছেন সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষে। পড়াশোনার পাশাপাশি তিনি ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত। তবে বর্তমানে তিনি প্রফেশনাল কন্টেন্ট রাইটিং ও কপিরাইটিং এর সাথে যুক্ত আছেন তিনি। ডিজিটাল মার্কেটিং এ তার রয়েছে বিচরণ। Content Studio নামে তার একটি কন্টেন্ট রাইটিং এজেন্সি রয়েছে। যার মাধ্যমে তিনি Local & International ক্লায়েন্টদের কাজ করেন। ফেসবুকে তার একটি কমিউনিটি রয়েছে Writing Hive নামে। যেখানে বিভিন্ন রাইটিং, এফিলিয়েটসহ স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড গাইডলাইন ও কোর্স নিয়ে আসেন।