Skip to Content
Filters

author.name

Hasan Tareque Chowdhury

হাসান তারেক চৌধুরী আদি বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর গ্রামে। জন্ম ঢাকাতে ২৩ মে ১৯৭০, তারপর থেকে লেখাপড়া ও বেড়ে উঠা পুরোটাই ঢাকাতে। ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে তার আঁটোসাঁটো সংসার। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে সফলতার সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেও কর্মজীবনে তিনি ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে প্রধান মানব সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শিক্ষা ও কর্মজীবনের এই বিরাট ব্যাপ্তিই তাঁর বহুমাত্রিক চরিত্র ও আগ্রহের অন্যতম প্রকাশ। স্কুল জীবন থেকেই সাহিত্য অনুরাগী, আজীবন বিজ্ঞান মনস্ক, এদিকে কর্মযোগ ব্যবস্থাপনায়। ভিন্নমাত্রার এই ব্যাতিক্রমধর্মী যোগ মানুষের মনোজগত সম্পর্কে তাকে আগ্রহী করে তোলে, যার ফসল প্যারাসাইকোলজি ও স্পেকুলেটিভ সাইন্সফিকশনের সমন্বয়ে তার লেখা এই বইটি।