Jatin Sarker
যতীন সরকার যতীন সরকার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় চন্দপাড়া গ্রামে জ, ২ ভাদ্র ১৩৪৩ (১৮ আগস্ট, ১৯৩৬)। দীর্ঘকাল (১৯৬৪-২০০২) ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলাভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন । প্রথম প্রকাশিত গ্রন্থ- সাহিত্যের কাছে প্রত্যাশা। (১৯৮৫)। এরপর একে একে প্রকাশিত হয় বাংলাদেশের কবি গান', 'বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য সংস্কৃতির সংগ্রাম', মানবমন মানবধর্ম ও সমাজবিপুব’, ‘নির্বাচিত প্রবন্ধ', আমার রবীন্দ্র অবলােকন”, “গয়ে গল্পে ব্যাকরণ ও চারটি জীবনী গ্রন্থসহ অসংখ্য মূল্যবান প্রবন্ধ সংকলন ও গবেষণামূলক গ্রন্থ। সম্পাদিত গ্রন্থের মধ্যে আছেরবীন্দ্রনাথের 'সােনার তরী', 'প্রসঙ্গ: মৌলবাদ, “জালালগীতিকা সমগ্র'। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগােষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন দুই মেয়াদে। তিনি সমাজ। অর্থনীতি ও রাষ্ট্র' নামক একটি তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। ১৯৬৭ সনে বাংলা একাডেমী থেকে 'ডক্টর এনামুল হক স্বর্ণপদক পান। খালেক। দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, নারায়ণগঞ্জের 'শ্রুতি স্বর্ণপদক', ময়মনসিংহ প্রেসক্লাবের সাহিত্য পুরস্কার মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমী পুস্কার ২০০৭', 'রবীন্দ্র সম্মেলন পুরস্কার ২০১২ এবং বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ২০১০', লাভ করেছেন। যতীন সরকার এক পুত্র ও এক কন্যার জনক।