Skip to Content
Filters

author.name

Mahfuz Mishu

মাহফুজ মিশু সম্প্রচার সাংবাদিকতায় মাহফুজ মিশু বহুমাত্রিক ব্যঞ্জনাময় এক নাম। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন; তবে তত্ত্ব আর কাঠামোর প্রথাগত বৃত্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছেন বারংবার। যথারীতি বেছে নিয়েছেন রিপোর্টিং- যেখানে তিনি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। পেশার প্রয়োজনে কূটনীতি কিংবা বিদ্যুৎ-জ্বালানির মতো জনগুরুত্বপূর্ণ অথচ কাঠখোট্টা সব বিষয়ের আদ্যোপান্ত নিয়ে তার প্রতিদিনকার জীবন। তা সত্ত্বেও সমাজের ‘ডমিনেন্ট ডিসকোর্স’গুলোর সাথেও গাঁটছড়া সম্পর্ক তার। ছাত্রজীবনের মতো এখনো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ানোর অভ্যাসটা তিনি বদলাতে পারেননি। শখের বশে প্রায় দেড় যুগ আগে টেলিভিশন সাংবাদিকতা শুরু করলেও তা ছাড়তে পারেননি এখনো। চিন্তারাজ্যে টেলিভিশনের উপস্থিতির আধিক্যে লেখালেখির সাথে সম্পর্কটা ক্ষীণ হয়েছে অনেকটাই। ছিলেন খ্যাতিমান বিতার্কিক, সেই সুবাদে টক শো বা আলোচনা, প্রশ্নোত্তর কিংবা লাইভ রিপোর্টিং সবখানেই তার উপস্থিতি উজ্জ্বল। আড্ডাবাজ, ভোজনপ্রিয় মাহফুজ মিশুর জন্ম ও বেড়ে ওঠা পদ্মা-বড়াল বিধৌত রাজশাহীর সারদায়। কন্যা নোরা, পুত্র নীড় ও স্বপ্নের সারথী রলিকে নিয়ে 'সকল কাঁটা ধন্য করে' তার নিত্য পথচলা। পত্র-পত্রিকা আর লিটল ম্যাগে লেখালেখি করলেও গ্রন্থের সাথে এটিই তার প্রথম গ্রন্থি।