Skip to Content
Filters

author.name

Moom Rahman

মুম রহমান লােকটা লেখক হতে চেয়েছিলাে, এখনও চায়। হতে পারেনি, পারার সম্ভাবনাও কম। তবু লােকটা লিখে যায়। পৃথিবীতে তার জন্মদিন পার হলাে অনেক। ২৭ মার্চের জন্মের তারিখের হিসাবে সে মেষ রাশি। ক্রমশ শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র আর ক্রমশ দূষিত হয়ে পড়া বুড়িগঙ্গা – এই দুই নদী ঘিরেই তার বেড়ে ওঠা। মুম বনসাই বানায়, ফুল সাজায়, রান্নাবান্না করে- লেখালেখির ফাঁকে এগুলােতেই সময় কাটে। দামি কপোরেট চাকরি ছেড়ে দিয়েছে লিখবে বলেই।। সেই লেখালেখি চলছে। সঙ্গে সম্পাদনাও।। লেখালেখির ভুবনেই মুমের প্রাপ্তি আর প্রশান্তি।