Mrityunjoy Roy
মৃত্যুঞ্জয় রায় পেশায় একজন কৃষিবিদ। জন্ম নড়াইল সদর উপজেলার পাঁচুরিয়া গ্রামে। বর্তমান বাড়ি খুলনার দৌলতপুরে। পিতার নাম মৃত দুলাল চন্দ্র রায় ও মাতা মৃত হাসি রানী রায়। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম.এস-সি. এজি ডিগ্রি অর্জন করেন। পটুয়াখালী কৃষি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। পরে বিসিএস (কৃষি) ক্যাডার সার্ভিসে যােগদান করেন এবং বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকার একজন পদস্থ কর্মকর্তা। প্রথম আলাে, নয়া দিগন্ত, যায়যায়দিন, যুগান্তর, সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখছেন। কৃষি ও প্রকৃতির পাশাপাশি তিনি ভ্রমণ ও বাংলাদেশ বিষয়ক বিভিন্ন লেখালেখিতে বেশ পারদর্শী। দেশের নানা অঞ্চলে ঘুরে ঘুরে দেশের বিভিন্ন বৈচিত্র্য কলমের টানে তুলে আনেন পত্র-পত্রিকার পাতায়। তিনি নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, জার্মানী, ফ্রান্স, বেলজিয়াম, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। প্রকাশিত রচনার সংখ্যা প্রায় এক হাজার। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮টি। উল্লেখযােগ্য বইসমূহ- ‘অন্য সুন্দরবন', ‘মৎস্যকুমারী ও চাদের গল্প’, ‘সুন্দরবনের গল্প, বাংলার বিচিত্র ফল’, ‘আধুনিক ফলবিজ্ঞান, ‘শখের বাগানে প্রিয় ফল', 'কল্পতরু নারিকেল, ফল চাষের সমস্যা’, ‘ঘরােয়া বাগান’, ‘বেগুন চাষের সমস্যা ইত্যাদি।