Skip to Content
Filters

author.name

Muhammad Lutful Haq

মুহাম্মদ লুৎফুল হক জন্ম ১৯৫৫, দিনাজপুরে ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান। ২০০৫ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত গবেষণাগ্রন্থ : স্বাধীনতাযুদ্ধের বীরত্বসূচক খেতাব, বাঙালি পল্টন : ব্রিটিশ ভারতের বাঙালি রেজিমেন্ট, সৈনিক নজরুল, মােহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়। সম্পাদনা : যুদ্ধগাথা ১৯৭১:২৬টি বীরত্বপূর্ণ যুদ্ধের বয়ান, রাজশাহী ১৯৭১ (যৌথ), কামালপুর ১৯৭১, দিনাজপুর ১৯৭১, মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে। ফোর্স, বরিশাল ১৯৭১ : অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান, নাসিরুদ্দিন হােজ্জার আরও ১০০ গল্প।