Nashid Kamal
নিষ্ঠা সাধনা ও সাফল্যের অন্য নাম নাশিদ কামাল, শৈশবেই যখন তিনি তর্ক-বির্তক উপস্থাপনা করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে শুধু শিল্পিত সৌন্দর্যের আর্দশই স্থাপন করছিলেন না তিনি, হয়ে উঠেছিলেন তাঁর সমকালের সকলের কাছে একটি দৃষ্টান্ত। অনুঘরণীয় ও প্রিয়। যখন তিনি সঙ্গীত সাধনায় মগ্ন হন, তাঁর কণ্ঠে বেজে ওঠে স্বর্গীয় সুরধ্বণি । ঈর্ষণীয় মেধাবী তিনি, এস এস সি এইচ এস সি তে দুর্দান্ত ফল করে তিনি উচ্চতর শিক্ষাগ্রহণ করেন। পরিসংখ্যান এ চমৎকার ফলাফল সহ, অর্জন করেন পি এইচ ডি ,লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপনার জগতে তিনি নিবেদিত এবং মহানুভূতিশীল। এক অধ্যাপক; তার ছাত্র-ছাত্রীরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ - এ তাকে পায় সকল অনুপ্রেরণার উৎস হিসেবে। তাঁর সৃষ্টিশীলতা বহুমূখী। সঙ্গীতে তিনি নিজেকে যেমন প্রকাশ করেন, তেমনি সাহিত্যেও তিনি নিজেকে প্রকাশ করেন অন্য রূপে। তাঁর গ্রন্থ “জুই ফুলের বারান্দা” শুধু তাঁর জন্য স্মৃতি কথা নয়, একটি বিশেষ সময়ের দলিল বটে। ‘আজীবন বসন্ত' এ নাশিদ কামাল জীবনের নানা রূপকে তুলে ধরে দেন তা গভীর দৃষ্টিকোন থেকে ।