Skip to Content
Filters

author.name

Partha Chattopadhyay

পার্থ চট্টোপাধ্যায় জন্ম : জুন ২, ১৯৭২, জিরাট, হুগলি।। অতীত মণীষার প্রাসঙ্গিক পুনরুদ্ধারে লেখক মগ্ন। আঞ্চলিক ইতিহাসকার, প্রাবন্ধিক। কবিতার আলোচক। পড়ান বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। মোহিতলাল মজুমদারকে নিয়ে গবেষণা তার প্রিয় একটি বিষয়। লেখক হিসেবে পেয়েছেন — শঙ্কর বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট-এর সামাজিকতা-সরল স্বপ্ন পুরস্কার। অনুভব সাহিত্য পুরস্কার। সুরেন্দ্র স্মৃতি পুরস্কার। পঞ্চানন কর্মকার স্মৃতি পুরস্কার। সংবাদ প্রতিদিন, আজকাল, NEWZ বাংলা, প্রাত্যহিক খবর, দ্য সানডে ইন্ডিয়ান, ভোরের বার্তা, আবার যুগান্তর সহ দেশ বিদেশের অনেক পত্র পত্রিকা এবং জার্নালে লিখেছেন।