Skip to Content
Filters

author.name

Pramit Hossain

প্রমিত হােসেন (এপ্রিল ১৬, ১৯৬১) শীর্ষস্থানীয় সাহিত্য-অনুবাদক, লেখক, সাংবাদিক। তার বাবা ইত্তেজাদ হােসেন ছিলেন সরকারি চাকরজীবী। গড়ে ৩ বছর অন্তর বাবার বদলির কারণে দেশের বিভিন্ন স্থান ও লােকজীবনের সঙ্গে পরিচয় ঘটে শৈশবেই।। তখনই তৈরি হয় এক ধরনের ভবঘুরে-মন। মা সাহেরা বেগম ভক্ত ছিলেন শরৎ ও বঙ্কিম সাহিত্যের। বিদ্যোৎসাহী -বাবার কল্যাণে পরিবারে ছিল সাংস্কৃতিক আবহ। তার মধ্যে বেড়ে। ওঠেন। ১৯৬৭ সালে যশাের পুলিশ লাইন স্কুলে লেখাপড়া শুরু, শেষ করেন সােভিয়েত ইউনিয়নের রুস্কি উনিভের্সিতেৎ দ্রুঝবি নারােদভে। মধ্যবর্তী সময়ে পড়াশােনা করেছেন ৩টি প্রাইমারি (যশাের, নড়াইল, মাগুরা), ৫টি হাই স্কুল (মাগুরা, কোটচাদপুর, নড়াইল, শার্শা, যশাের) ও ১টি কলেজে (কুষ্টিয়া)। ১৯৮৮-'৯০ সালে টোবাকো রিফাইনারি ফ্যাক্টরিতে, ১৯৯১-'৯২ সালে বেতারকেন্দ্রে কাজ করেন। অনুবাদে হাত দেন ১৯৯৩ সালে। মৌলিক গল্প প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে, কবি আহসান হাবীব সম্পাদিত সাহিত্য সাময়িকীতে। ১৯৯৪ সালে যুক্ত হন সাংবাদিকতায়। তারপর থেকে এ পেশাতেই নিয়ােজিত। গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে ও অনলাইন নিউজ পাের্টালে। অনূদিত প্রথম বই অরুন্ধতি রায়ের দ্য গড অফ স্মল থিংস (১৯৯৮)। বর্তমান বইটির আগে সর্বশেষ অনূদিত বইটি ছিল জন আপডাইকের টেরােরিস্ট (সেপ্টেম্বর, ২০১৯)। সাংবাদিক ও লেখিকা মর্জিনা। মতিন কবিতার সঙ্গে গেরস্থালি বেঁধেছেন ২০০৭ সালে। তাদের একমাত্র ছেলে অপ্রতিম হােসেন রাজধানীর একটি স্কুলের ছাত্র।