Skip to Content
Filters

author.name

Sudhangshu Shekhar Biswas

সুধাংশু শেখর বিশ্বাস লেখালেখি জগতের মানুষ নন। নিজ সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখ, আশা-স্বপ্ন নিয়ে কিছু একটা করার তাগিদে লিখেছিলেন গবেষণামূলক উপন্যাস নমস পুত্র। তারপর একে একে শরণার্থী, দ্রোহের দীপাবলী। ইত্রজীবনে যুক্ত ছিলেন ছাত্র ইউনিয়ন’‘উদীচী’ ‘খেলাঘর এর সাথে। সাংবাদিকতা করেছেন যশাের এর সৈনিকরানার' পত্রিকায়। পরবর্তী জীবনে সরকারি চাকুরে। অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু। মাঠ পর্যায়ে ইউএনও ছিলেন সিরাজগঞ্জ এর কাজিপুর ও পিরােজপুর এর কাউখালি উপজেলায় এবং এডিসি ছিলেন ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত। বাবার চাকরিসূত্রে থেকেছেন বিভিন্ন জায়গায়। এসএসসি পাশ করেছেন ভােলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি যশাের সিটি কলেজ থেকে। অর্থনীতি বিষয়ে অনার্সসহ গ্রাজুয়েশন, স্টাস করেছেন যথাক্রমে যশাের এমএম কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।পড়াশুনা, প্রশিক্ষণ, সরকারি কাজে ঘুরেছেন ইউরােপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশ।