আজ ৫ জুলাই ২০২২, ‘মঙ্গল সমাবেশ’ আড্ডার মধ্যমণি হিসেবে আসছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। পাঠক সমাবেশ নিবেদিত, কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন পরিচালিত এই আড্ডায় গুণী সংগীতশিল্পী ফরিদা পারভীন শোনাবেন তাঁর জীবনের গল্প, গানের গল্প। বলবেন লালন-দর্শনের কথা।
চলে আসুন সন্ধ্যা ৬টায়। পাঠক সমাবেশ, কাঁটাবন, ঢাকায়।
মেতে উঠুন এই বিখ্যাত কণ্ঠশিল্পীর সঙ্গে।,