Skip to Content
Filters

author.name

হাবিব আনিসুর রহমান

হাবিব আনিসুর রহমান জন্ম মেহেরপুর ১৯৫৪ সালের ৬ জানুয়ারি। মা বেগম আশরাফুন্নেসা, বাবা এসএম হাবিবুর রহমান। পড়াশােনা করেছেন। কুষ্টিয়া এবং ঢাকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ইতিহাসে স্নাতকোত্তর।। চট্টগ্রাম কলেজে অধ্যাপনার মাধ্যমে পেশাজীবনের শুরু। তারপর কুষ্টিয়া সরকারি কলেজ, যশাের সরকারি এমএম কলেজে অধ্যাপনা করেছেন। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করার পর অবসর নিয়েছেন। সাহিত্যে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জীবননগর সাহিত্য পরিষদ পদক (২০১১), কাঙাল হরিনাথ মজুমদার পদক (২০১৫)। তিনি পড়তে, পুরনাে মুভি দেখতে এবং সেতার শুনতে ভালােবাসেন।