মাসুদা ভাট্টি
মাসুদা ভাট্টি জন্ম ১৯৭৩ সালে ফরিদপুরে। সত্যিকার অর্থেই বাঁশের কলম আর তালের পাতায় হাতেখাড়ি, গ্রামের স্কুলে ছেঁড়া ইজের পরে যাওয়া-আসা। তারপর হেঁটেছেন দীর্ঘ পথ। মস্কো থেকে স্নাতকোত্তর লেখাপড়া শেষে বর্তমানে লন্ডনে বসবাস করছেন। কর্মজীবনের পরিধিও সেই অর্থ ব্যাপক। সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিতিও সর্বাধিক। কিন্তু ঔপন্যাসিক আর ছোটগল্পকার হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ‘কালো তিতির কাঁদে’, ‘সম্রাজ্ঞীর তেলচিত্র’, ‘কার্তিক পাল’, ‘স্বাতীর উঠোন’ । উপন্যাসের মধ্যে ‘জীবনের ভগ্নাংশ’, ‘অমরাবতী’, ‘পরিযায়ী মন’, ‘নদী এখনও নীল’, ‘নৈঃশব্দের নগরী’, অচিনপাখি’ উল্লেখযোগ্য। প্রবন্ধ ‘গণতন্ত্রের সরলপথে বাংলাদেশ’ । ‘বাঙালির মুক্তিযুদ্ধ : ব্রিটিশ দলিলপত্র’ মাসুদা ভাট্টির একটি অনবদ্য কাজ, যাতে তিনি তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সময়কালে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র।