Skip to Content
Filters

author.name

সাকিরা পারভীন

সাকিরা পারভীন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক। জন্ম সাতক্ষীতার শ্যামনগরে। পড়ালেখা করেছেন ‘নাটক ও নাট্যতত্ত্ব’ (এম.এ) এবং ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া’ (এম.এ) বিষয়ে। বাবার নাম শেখ মাসুম আলী। মায়ের নাম মাসহুদা বেগম। জীবনসঙ্গী মুম রহমান। শিক্ষতার পাশাপাশি টিভি প্রযোজনার সাথে যুক্ত আছেন। কবিতা লেখা তাঁর নেশা। প্রকাশিত বই : এ যাবৎ প্রকাশিত ১৫টি বইয়ের মধ্যে রয়েছে : ‘অমিলের স্বপ্নযাত্রা’ (২০০৩), শ্যানগরের রাধা (২০১১), ‘প্রেমের কবিতা’ (২০১৬), ‘একা রাত্রের কবিতা’ (২০১৮), ‘Fallen Neem FlowerÕ (2019), নগ্ন সেতার (২০২৩) ‘তুমিও ঠিক আমার নও’ (২০২৩)। পুরস্কার : সাকিরা পারভীন ২০০২ সালে ‘কাগজ তরুণ সাহিত্য পুরস্কার’, ২০১৪ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ এবং ২০১৫ সালে ‘সাতক্ষীরা কবিতা পরিষদ পুরস্কারে’ ভূষিত হন।

Books by the Author