আখতার উজ্জামান সুমন
আখতার উজ্জামান সুমন ভাষান্তরের জন্ম বৃহত্তর সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কড়রা গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও মা গৃহিনী। বাবার চাকরির সুবাদে শৈশব। কেটেছে নিজ গ্রামের বাইরে। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তার পেশাজীবনের শুরু। তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজসহ আরাে দুইটি শিক্ষা। প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। চাকরির। পাশাপাশি ছােটবড় বিভিন্ন ব্যবসায় ও আর্থিক প্রতিষ্ঠানে বিনােয়ােগ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ডে কর্মরত আছেন। তাঁর অন্যান্য বইগুলােঃ রাত জাগানিয়া (কাব্যগ্রন্থ) হলদে পাখির নীড় (কাব্যগ্রন্থ ) একটি মানচিত্রের রক্ত ( ইতিহাস ও মুক্তিযুক্ত বিষয়ক প্রবন্ধগ্রন্থ ) ইন্সপায়ারিং থটস (আত্মউন্নয়নমূলক প্রবন্ধগ্রন্থ ) মানুষ একটি মুখােশের নাম (বাস্তব কাহিনীর অবলম্বনে পৌরাণিক উপন্যাস)