আতাউর রহমান কানন
আতাউর রহমান কানন আতাউর রহমান কানন ঢাকা জেলার ধামরাইয়ে এনএম এল জ ই ঈরলগর বিশ্ববিদ্যালয় স্কুল, লালন জলজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানা ত্রশ এর লেখা কবিতা, ইভা, নাটক, আক, প্রবন্ধ উস ইতত এই ইতােমধ্যে প্রকাশিত। ই-ই এ পর্যন্ত তাঁর একশত গ্রন্থসংখ্যা ২২টি। এ লেখা ১২ট গান নিয়ে এই বৃষ্টি ভেজা দিন। =মক মত বেরিয়েছে। এতে দেশের খ্যাতিমান ১২ জীল শাড়ী কন্ঠ দিয়েছেন। সাহিত্যে অবদানের জন্য তিন সহবত সাহিত্য পুরস্কার’, ‘পুঠিয়া সাহিত্য দত্ত, অকণিমা সাহিত্য পুরস্কার’, ‘রাজশাহী তহত সফদ পদক, কবি বাবু ফরিদী সাহিত্য জনক, নর্ণয় শিল্পীগােষ্ঠী স্বর্ণপদক, কবি সুফি মে তাহার হােসেন স্বর্ণপদক', সুকুমার রায় সাহিত্য জনক, লিজা ললিতকলা একাডেমি পদক' ইত্যাদি সে Sইল। এইভা অমর একুশে আন্তর্জাতিক মত বিস-২০০০ উপলক্ষ্যে কবিতার জন্য তিনি বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম কর্তৃক পুরস্কৃত হয়েই তিনি বাংলা একাডেমি, পুঠিয়া সাহিত্য সরিষদ, রাজশাহী সাহিত্য পরিষদ, কবিতা ক্লাব এবং উৱঙ্গ সংস্কৃতি পরিষদের সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও টিভির একজন তালিকাভুক্ত তিকর। জনাব কানন যুক্তরাজ্য, ফ্রান্স, মালয়েশিয়া, ইউক্রেন, দুবাই, ভিয়েতনাম, সিঙ্গাপুর, তুরস্ক, ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ইলি, রাশিয়া, ব্রুনাই, পােল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বােডিয়া প্রভৃতি দেশভ্রমণ করেছেন।