Skip to Content
Filters

author.name

ড. মোহাম্মদ আবদুর মজিদ

ড. মােহাম্মদ আবদুল মজিদ জন্ম ১৯৫৩, শ্যামনগর, সাতক্ষীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স সহ এম.এ। অক্সফোর্ড থেকে হিসাব শাস্ত্র ও কম্পিউটারে উচ্চতর শিক্ষা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষি অর্থনীতি’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য অর্থনীতিতে পিএইচডি। বাংলাদেশ ব্যাংকে চাকরীজীবন শুরুর পর ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যােগ দেন। নিরীক্ষা ও হিসাব বিভাগে, ইআরডি’তে, জাপানে বাংলাদেশ দূতাবাসে, বিনিয়ােগ বাের্ডে, অর্থ বিভাগে এবং সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনে, অভ্যন্তরীন সম্পদ বিভাগে এবং জাতীয় রাজস্ব বাের্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । ২০১০ সালে সরকারী চাকুরী হতে অবসর গ্রহণের পর সাত বছর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শীর্ষ নির্বাহী ‘চীফ কোঅর্ডিনেটর’ এবং বর্তমানে দেশের শীর্ষ শিল্প পরিবার এ কে খান এন্ড কোম্পানীর উপদেষ্টা হিসেবে কর্মরত। তিনি ডিমিউচ্যুয়ালাইজড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম চেয়ারম্যান। তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান। সমাজ সাহিত্য ও অর্থনীতি নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সরব উপস্থিতি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩১। সাহিত্য সাধনা, জনপ্রশাসন ও সমাজ সেবায় তিনি স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক, লায়ন ক্লাব সেলিবারিটি পদক, কবিতালাপ পুরস্কার ২০১৫ এবং মাদার তেরেসা মেমােরিয়াল পদক ২০১৫, মহাত্মা গান্ধী পিস এওয়ার্ড ২০১৫, এবং অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০১৬ প্রভৃতি সম্মাননায় ভূষিত হন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি, বাংলা একাডেমি, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট (নলতা। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন), বৃহত্তর খুলনা সমিতি, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা এবং শ্যামনগর উপজেলা সমিতি, সেন্টার ফর। জাকাত ম্যানেজমেন্ট, সিয়াকো ফাউন্ডেশন সহ বিভিন্ন আর্থ সামাজিক সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। তিনি দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনাও করেন।