দীপক পিপলাই
দীপক পিপলাই জন্ম ১৯৪৮, বেনারস। বাবা-মা সহ পরিবারের ৯ জন ছিলেন ব্রিটিশ আমলে (১৯৩২ - ১৯৪৭) কমিউনিস্ট পার্টির সদস্য সেই পারিবারিক পরিবেশেই বেড়ে ওঠা। ষাটের দশকে কমিউনিস্ট শিবিরের 'চিন্তা' ও 'ভিত্তি' পত্রিকার সঙ্গে যুক্ত। খরা, বন্যা, ভূমিকম্প, বাংলাদেশ-যুদ্ধ ইত্যাদি পরিস্থিতিতে বরাবর সামাজিকভাবে সক্রিয়। নক্সালবাড়ি কৃষক আন্দোলনের সময় থেকে কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের সক্রিয় রাজনৈতিক কর্মী। ১৯৭৪, বিপ্লবী ছাত্র আন্দোলনের শরিক হিসাবে পুলিশী অত্যাচারের শিকার। দীপক পিপলাই আশির দশকে 'মার্কসবাদের ভিত্তি' পত্রিকার প্রকাশক ও স্বত্বাধিকারী। বিভিন্ন শ্রমিক, কৃষক, হকার, ঝুপড়িবাসী এবং কর্মচারী আন্দোলনের ধারাবাহিক সঙ্গী। সামাজিক-রাজনৈতিক এবং জন-নৃতাত্ত্বিক বিষয়ে প্রকাশিত বহু প্রবন্ধের রচয়িতা। ভারতবর্ষের সংসদবাদী রাজনীতি; আদিবাসী সমাজ; সাম্প্রদায়িকতাবাদ ও সাম্রাজ্যবাদ; অবিভক্ত বাংলার প্রয়োজনীয়তা; ইত্যাদি তাঁর গুরুত্বপূর্ণ লেখনির বিষয়। কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে জন-নৃতাত্ত্বিক গবেষণাপত্র আলোচিত ও প্রকাশিত। বর্তমানেও সমাজকর্মী হিসাবে মাঠে-ময়দানে সক্রিয়।