মেহেদী হাসান
মেহেদী হাসান জন্ম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। উচ্চ মাধ্যমিক শেষে কবি ১৯৯১ সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তারপর যুক্তরাষ্ট্রের। ওয়েস্ট ভার্জেনিয়া ইউনিভার্সিটি থেকে। ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে কবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সফল ব্যবসায়ী। এই গ্রন্থের অধিকাংশ কবিতা ১৯৯১ পূর্ববর্তী সময়ের লেখা।