Skip to Content
Filters

author.name

মোস্তফা মল্লিক

মোস্তফা মল্লিক মােস্তফা মল্লিক। বর্তমানে কাজ করছেন চ্যানেল আইতে, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে। এক সময় মূল দায়িত্ব প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয় হলেও এখন কোনাে দায়িত্ব নেই। কাজ করছেন সব সেক্টরেই। কখনাে চলতি ঘটনা প্রবাহ, কখনাে বুড়িগঙ্গা নদী, কখনাে বরগুনা বা ভােলার চর আবার কখনাে বা কৃষি । আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দল, দুর্নীতি দমন কমিশন, হাইকোর্ট, নিম্ন আদালত একসময় ছিল কাজের মূল ক্ষেত্র। আর এখন সবকিছুর সঙ্গে বিশেষ ভাবে কাজ করছেন শিক্ষা নিয়ে। প্রতিদিনই ছুটছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। যেখানেই সংবাদ সেখানেই তিনি। সাংবাদিকতার পাশাপাশি নির্মাণ করেছেন বেশ কয়েকটি তথ্যচিত্রও। অর্থনীতিতে লেখাপড়া করেছেন ঢাকা কলেজে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনেও লেখাপড়া করেছেন। সাংবাদিকতায় ডিপ্লোমা নিয়েছেন পাকিস্তানের সাউথ এশিয়ান মিডিয়া স্কুলে। সেই সূত্রে ২০০৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচন কাভার করেছেন। ২০১৩ সালে কাভার করেছেন মালায়েশিয়ার জাতীয় নির্বাচন। ২০০৭ এ দিল্লীতে সার্ক চেম্বার অব কমার্সের শীর্ষ সম্মেলন। টেলিভিশন সাংবাদিকতার আগে ছাত্রাবস্থাতেই ১৯৯৮ সাল থেকে লিখতেন আজকের কাগজে। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত আজকের কাগজের স্টাফ রিপাের্টার ছিলেন। একসময় যুক্ত ছিলেন সাপ্তাহিক রােববার পত্রিকার সঙ্গে। বিতার্কিক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযােগিতায় ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছেন একাধিকবার । বাংলাদেশ টেলিভিশন আয়ােজিত আন্তঃ মহাবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযােগীতায় উপস্থিত বক্তৃতায় প্রথম, তাৎক্ষনিক অভিনয়ে দ্বিতীয় হয়েছেন ২০০৩ সালে। এছাড়াও শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন প্রতিযােগিতায় অর্জন করেছেন আরাে অনেক পুরস্কার।। ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেরা রিপাের্টিং এর জন্য পেয়েছেন ইউএনডিপির দুর্যোগ ব্যবস্থাপনা পদক, ২০১০ আর ২০১১ পরপর দু বছর পেয়েছেন প্রথম আলাে’র মাদকবিরােধী সেরা প্রতিবেদন পুরস্কার। ২০১০ সালে টেলিভিশন সাংবাদিকতায় পেয়েছেন নিউইয়র্কের আইক্যাব অ্যাওয়ার্ড। পেয়েছেন মাদার তেরেসা স্বর্ণ পদক। ২০১৩ সালে ঢাকা রিপাের্টার্স ইউনিটির সেরা প্রতিবেদক হয়েছেন তিনি। এছাড়াও পেয়েছেন আরাে অনেক পুরস্কার।। সফর করেছেন ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কাতার, সৌদী আরব, মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ । তাঁর জন্ম ১৯৮১ সালের ২৫ মে, বরগুনা জেলার বেতাগীর পৈতৃক নিবাসে।। পিতা- মরহুম সুলতান হােসেন মল্লিক ছিলেন শিক্ষক। মা-জাহানয়ারা বেগম-গৃহিনী। স্ত্রী রুনা পারভীন, সরকারি চাকরি করেন।