রকিবুল আমিন
রকিবুল আমিন পড়ালেখায় এম.এ সরকারি সা’দত কলেজ টাঙ্গাইল থেকে । বইকে ভালােবেসে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা করেছেন। স্বপ্ন দেখেন দেশের প্রথম সারির কথাসাহিত্যিক হওয়ার। ছােটবেলা থেকেই পাঠ্যবই তাকে যতটা-না টেনেছে তার চেয়ে বেশি টেনেছে গল্প, উপন্যাস ও কবিতার বই। তার লেখা প্রথম গল্প প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের হাত ধরে দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘ সাহিত্য পাতায় ছাপা হয় ২০১০ সালে। প্রথম বই ভালােবাসার স্মৃতিচিহ্ন’। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩। নেশা বইপড়া । শখ লেখালেখি । কর্মজীবনে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। কর্মস্থল: শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়, ঘাটাইল, টাঙ্গাইল। ডাক নাম রুবেল । পিতা: আব্দুল হামিদ মুন্সি, মাতা: রাহেলা খাতুন। ১০ আগস্ট ১৯৯২ সালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামে লেখকের জন্ম হলেও তার দুরন্ত শৈশব ও কৈশাের কেটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জোড়দীঘি গ্রামে। লেখকের প্রকাশিত বই: ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, তােমার জন্য লাল গােলাপ, ভালােবাসার বেলা অবেলা, রাতুলের কুকুর ও পাকিসেনা, খুকির সাথে হুমায়ূন আহমেদ, ভূতের চশমা, স্কুল পালিয়ে ভূতের গুহায়, ভালােবাসার স্মৃতিচিহ্ন, খােকা থেকে শেখ মুজিব।