Skip to Content
Filters

author.name

রাজু আলীম

রাজু আলীম জন্ম ৫ মার্চ ১৯৬৮, জন্মস্থান: দক্ষিণ গােয়ালদি গ্রাম, তুলাসার ইউনিয়ন, শরীয়তপুর। বাবা ডা. আব্দুল আজিজ এবং মা ইকবালুন নেসা। শিক্ষা: মানবিক শাখা, বাংলাভাষা ও সাহিত্য। পেশা: সাংবাদিকতা ও অনুষ্ঠান নির্মাণ (টিভি ও চলচ্চিত্র)। মেধাবী এই তরুণ তার কর্মজীবন শুরু করেন সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনােয়ার হােসেনের হাত ধরে। পরবর্তীকালে সম্পাদকীয় সহকারী হিসেবে কাজ করেন দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। চ্যানেল আইতে বিশ বছরের অধিক সময় কর্মরত রাজু আলীম নির্মাণ করেছেন কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টকশাে, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠান। চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। চ্যানেল আইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে একত্রিশ পর্ব নির্মিত বঙ্গবন্ধুর আত্মকথন অন্যতম। বঙ্গবন্ধুর আত্মকথন ও মুক্তিযুদ্ধ প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চ্যানেল আই ছাড়া বিটিভিতেও একই সাথে প্রচার হয়েছে। তার প্রকাশিত গ্রন্থ সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, সুন্দরীতমা, আহ! প্রজাপতি, ভালােবাসার নীল ময়ূরী, মুক্তিযুদ্ধ ও ভালােবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ কষ্ট, হৃদয়ে বঙ্গবন্ধু, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, নতুন প্রজন্মের জয় , রাজু আলীমের ১০টি টিভি নাটক। তার প্রকাশিত বই- একশ প্রেম, চাঁদের সঙ্গে প্রেম ও বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ। এবারের বইমেলায় বেরুবে তার লেখা নতুন বই শেখ হাসিনার সরকার। বর্তমানে তিনি বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউএসএ (বাংলাদেশ চাপ্টার)-এর ভাইস-প্রেসিডেন্ট; কবি সংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন। শরীয়তপুর সাংবাদিক সমিতির সাবেক প্রেসিডেন্ট ছিলেন তিনি। বর্তমানে তিনি বাচসাস, চলচ্চিত্র পরিচালক সমিতি, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের সম্মানিত সদস্য। তিনি সুনীল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিওসার অব দ্য ইয়ার পুরস্কার, গাংচিল সাহিত্য পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ কালচারাল রিপােটার্স সহ উল্লেখযােগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।