রাবেয়া সুলতানা
রাবেয়া সুলতানা। ১ নভেম্বর নােয়াখালী জেলায় চাটখিল থানায় জন্মগ্রহণ করেন। নিজের ব্যাপারে তেমন কিছুই বলার নেই। তবে চেষ্টা করি নিজের লেখা দিয়ে পাঠক/পাঠিকার মনে আকাশ সমান ভালােবাসা তৈরি করতে। নিজেকে নিয়ে খুবই কম ভাবতে চাই। আমি কে এবং কী করি তা একদিন আমার পাঠকরাই ঠিকি খুঁজে নিবে তাই আমার বলার মতাে কিছু। নেই। আর নিজেও তেমন আহামরি নিজের পরিচয় গড়তে পারিনি। যেদিন পারব সেদিন উৎকণ্ঠে সবার সাথে শেয়ার করব।