Skip to Content
Filters

author.name

শাহাগীর বখত ফারুক

শাহাগীর বখত ফারুক সুনামগঞ্জের শহরতলির আরপিন্ নগরে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব শাহ বখত, মাতা মরহুমা লুফুন্নেছা। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী হাইস্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন। পরবর্তীতে সিলেট এম.সি. কলেজ থেকে এইচএসসি ও বি এস-সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম এস-সি ডিগ্রি অর্জন করেন। বিলাতে পাড়ি জমানাের পূর্বে প্রায় তিন বছর তিনি সুনামগঞ্জ কলেজে পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ব্রিটেনের সর্বপ্রথম বাংলাদেশী কর্ম ও প্রশিক্ষণ সংস্থা শাহনান এমপ্লয়েন্ট অ্যান্ড ট্রেনিং ব্যুরাের স্বত্বাধিকারী। বর্তমানে তিনি চার্টার্ড ইনস্টিটিউট অভ এনভায়রনমেন্টল হেলথ, রয়েল ইনস্টিটিউট অভ পাবলিক হেলথ, মিট ট্রেনিং কাউন্সিল এবং মিট অ্যান্ড লাইভস্টক কমিশন ও ওয়েলকাম হােস্ট-এর কোর্স ডাইরেক্টর। তিনি ফুড-হাইজিন, হেলথ অ্যান্ড সেফটি, মিট ম্যানেজার সার্টিফিকেট, হেছাব, কাস্টমার কেয়ার ও অন্যান্য কোর্সের সিনিয়র প্রশিক্ষক। জনাব ফারুক। বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অভ কমার্সের ডাইরেক্টর ও এর লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট। তিনি ২০০১ সালে পূর্ব লন্ডন থেকে রক্ষণশীল দলের প্রার্থী হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আবারও ২০০৫ সালে এই দলের মনােনীত প্রার্থী হিসেবে পার্লামেন্ট নির্বাচন করেছেন। তিনি লন্ডনের অতি সম্মানজনক ‘ফ্রি ম্যান অভ লন্ডন’ খেতাবের অধিকারী। লেখকের চার বােন ও একমাত্র ভাই হুমায়ুন বখত মুহিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল।