সাদিয়া খান সুবাসিনী
সাদিয়া খান সুবাসিনী পাঠকদের কাছে সুবাসিনী নামেই অধিক পরিচিত। বাবা সাদেক হােসেন খান ও মাতা রাজিয়া খান। বাবা-মায়ের বড় সন্তান। কোনাে এক ২১শে ফেব্রুয়ারির সকালে জন্ম। জন্মসূত্রে টাংগাইলের বাসিন্দা। মাধ্যমিক M.L.N.B ও উচ্চমাধ্যমিক কুমুদিনী মহিলা কলেজ টাংগাইল। বর্তমানে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। ‘সূর্যতামসী’ তার দ্বিতীয় উপন্যাস। প্রথম বই : 'সন্দেহ' (সমকালীন উপন্যাস)